নিজস্ব প্রতিবেদন: বুধবারই চোট পেয়ে নন্দীগ্রাম থেকে দ্রুত কলকাতা ফিরে হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তিনি হাসপাতালের বেড থেকেই বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের প্রতি। সকলকে শান্ত ও সংযত থাকতে অনুরোধ জানান তিনি। জানান, প্রয়োজন হলে হুইলচেয়ারেই করবেন ভোটের কাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জয়পুর আসনে TMC প্রার্থীর মনোনয়ন বাতিল, গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট


বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় মমতাকে (mamata banerjee) বলতে শোনা যায়-- এটা ঠিক যে, কাল খুব জোরে (চোট) লেগেছিল আমার। আমার হাতে-পায়ে চোট (এখনও) আছে। ইনজুরি আছে। লিগামেন্টে চোট আছে। কাল আমার মাথায় ও চেস্টে 'পেইন'ও হয়েছে। গাড়ি থেকে নমস্কার করছিলাম। তখন এত চাপ আসে যে, গাড়িটা যেন আমার গায়ের উপর চেপে যায়। সঙ্গে কিছু ওষুধ ছিল। খেয়ে কলকাতার দিকে রওনা হই। আমি সকলকে অনুরোধ করব, সংযত থাকুন, ভাল থাকুন, এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়। আমি আশা করি, দু-তিনদিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যাব। হয়তো পায়ের প্রবলেম থাকবে, কিন্তু আমি ম্যানেজ করে নেব। মিটিং-টিটিং যা আছে কিছুই নষ্ট করব না। তবে হয়তো কিছুদিন আমায় হুইল চেয়ারে (প্রচারের কাজ) করতে হবে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব।  


আরও পড়ুন: WB Assembly Election 2021: Mamata-র চোট গুরুতর ও চিড় রয়েছে, জানালেন Abhishek