নিজস্ব প্রতিবেদন: শুধুমাত্র একটি প্রতীকী বৈঠক। করোনা পরিস্থিতি বিচার করে কলকাতায় আর নির্বাচনী প্রচার করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার রাতে টুইট করে একথাই জানালেন ডেরেক ও'ব্রায়েন। রাত ১১.৫৭ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা শহরে আর কোনও নির্বাচনী প্রচার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি নির্বাচনের প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ এপ্রিল শুধুমাত্র একটি প্রতীকী বৈঠক করবেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি ডেরেকের আরও বার্তা, সমস্ত জেলায় প্রচারের জন্য কেবল মাত্র ৩০ মিনিটের সীমা বেঁধে দেওয়া হয়েছে। 



উল্লেখ্য, কলকাতা তথা সমগ্র দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। রোজই লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। এই পরিস্থিতিতে আগেই নির্বাচনী প্রচার বন্ধ করেছে বামেরা। পঞ্চম দফার আগেই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে,  বাকি দফাগুলির ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল হবে না। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে বামেদের এই সিদ্ধান্তের কথা জানান মহম্মদ সেলিম। এবার সেই পথেই হাঁটল ঘাসফুল শিবিরও। 


আরও পড়ুন:  WB Assembly Election 2021: ভরসন্ধেয় BJP প্রার্থীকে লক্ষ্য করে গুলি, ভোটের আগে অশান্ত মালদহ


উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনে পক্ষ থেকেও রাজনৈতিক প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। জানানো হয় করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই প্রচার করবে দলগুলি।