নিজস্ব প্রতিবেদন: নলহাটিতে (Nalhati) তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। উষ্মায় গতকাল, শুক্রবারই দল ছেড়েছিলেন মইনুদ্দিন সামস (Moinuddin Sams)। এ দিন সটান ফরওয়ার্ড ব্লকের দফতরে হাজির হন তিনি। তৃণমূল-বিজেপির দাপাদাপিতে দলের হাল খারাপ হলেও আদর্শের সঙ্গে আপস করতে নারাজ ফব নেতৃত্ব। খালি হাতেই ফিরতে হল মইনুদ্দিনকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন মন্ত্রী কলিমুদ্দিন সামসের ছেলে মইনুদ্দিন (Moinuddin Sams)। ফরওয়ার্ড ব্লক ছেড়ে গিয়েছিলেন তৃণমূলে (TMC)। ২০১৬ সালে জিতেছিলেন বিধানসভার ভোট। তবে এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল (TMC)। নলহাটি (Nalhati) বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজেন্দ্র প্রসাদ সিং। দল ছাড়ার কথা ঘোষণা করেন ক্ষুব্ধ মইনুদ্দিন (Moinuddin Sams)। অভিযোগ করেন,'বালি ও পাথর খাদান থেকে অনুব্রতকে তোলা তুলে দিতে পারিনি বলে টিকিট দিল না। সবথেকে বড় অপরাধ, আমি মুসলমান। আমি টুপি পরি। টুপি পরতে বারণ করেছিল।'     


মইনুদ্দিন এ দিন সকালে হাজির হন পুরনো দলের দফতরে। আসন্ন বিধানসভা ভোটে (WB assembly election 2021) ওই কেন্দ্রে প্রার্থীও হতে চান। তবে তা পত্রপাঠ খারিজ করেছে ফরওয়ার্ড ব্লক  নেতৃত্ব (Forward Bloc)। ফব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের (Naren Chatterjee) কথায়,'উনি এসেছিলেন। ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। দল ছেড়ে চলে যাওয়া সহজ, ফেরত আসা কঠিন। এভাবে আমরা কাউকে ফেরাতে পারি না। অনেকেই টিকিট না পেয়ে যোগাযোগ করছেন । দুঃসময়ে চলে গিয়েছিলেন। এখন সংযুক্ত মোর্চার কথা শুনে ফিরতে চাইছেন।'


আরও পড়ুুন- WB assembly election 2021: বহিরাগত-তত্ত্ব এবার বুমেরাং তৃণমূলেই