নিজস্ব প্রতিবেদন: বাংলায় বাঙালি আবেগ ধরার চেষ্টায় খামতি রাখলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপির (BJP) ডিএনএ-তে বাংলা রয়েছে বলা থেকে বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়াশুনোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ও প্রযুক্তির পড়াশুনোর চেষ্টা করব। ইংরেজি না জানায় গরিবের ছেলেমেয়েরা ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন না। সেই ব্যবস্থা করব যাতে গরিবের মেয়েও ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হতে পারে। শুধু ক্ষমতা পরিবর্তন আমাদের উদ্দেশ্য নয়। বাংলার রাজনীতির অভিমুখকে উন্নয়নমুখী করতে হবে। বাংলাকে ধ্বংস করার সুযোগ কাউকে দেব না।' 


ভোটের (WB Assembly Election 2021) আগে আরও একবার বাংলার অতীত স্মরণ করিয়ে দেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'বাংলা কী হারিয়েছে, তা আপনারা আমার চেয়ে ভালো করে জানেন। যা বাংলা থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলি ফিরিয়ে আনব। ভারত স্বাধীনতার ৭৫ বছরে প্রবেশ করছে। দেশ এক নতুন উদ্যম ও সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের মতোই বাংলার উন্নতিতে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ২৫ বছরের সূচনার প্রথম ধাপ এই বিধানসভার নির্বাচন। ২৫ বছরের উন্নতির ভিত্তি হতে চলেছে। শুধু বাংলায় সরকারের বদলের জন্য নয়, বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভোট দেবেন। ২০৪৭ সালে দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে। সেদিন দেশকে আবার নেতৃত্ব দেবে বাংলা। টি থেকে ট্যুরিজম, পশ্চিমবঙ্গের মাটি থেকে সমুদ্র- সব কিছু আছে। কলকাতা সিটি অব জয়, কলকাতার অতীত ঐতিহ্যও রয়েছে। সম্ভাবনাও রয়েছে।'


আরও পড়ুন- WB Assembly Election 2021: ওয়ান টু ওয়ান খেলো নরেন্দ্র মোদী: Mamata, খেলা খতম: PM Modi