নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার স্বামী ও শ্বশুরকে তলব করল সিবিআই। ১৫ মার্চ তাঁদের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৩ ফেব্রুয়ারি মতোই সকালে হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতনে’ অভিষেকের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানে তাঁর (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে জেরা করে সিবিআই। তার আগে রুজিরা বোন মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, জেরায় সন্তোষজনক জবাব দিতে পারেননি মেনকা। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। মেনকা দাবি করেন, তিনি কোনওদিন লন্ডনে যাননি। অ্যাকাউন্টের ব্যাপারে কিছু জানেন না। এরপর তাঁর একাধিক ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেনিয়ে মেনকা জানান, সেগুলি স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুরই দেখাশোনা করেন।    


সিবিআই (CBI) সূত্রে খবর, ওই ব্যবসাগুলির হালহকিকত জানতেই মেনকার স্বামী ও শ্বশুরকে ডেকে পাঠানো হয়েছে। ১৫ মার্চ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে তাঁদের। 


আরও পড়ুন- WB assembly election 2021: হুইলচেয়ারেই ভোটযুদ্ধের বার্তা মমতার