জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ভোটের আগে রাজভবনে খুলেছিলেন পিস রুম। এবার ভোটের পর খুললেন কন্ট্রোল রুম। আম জনতা ওই কন্ট্রোল রুমে তাদের অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতির নালিশ শুনতে আলাদা তিনটি সেল খোলা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-


রাজ্যপাল বলেন, কন্ঠহীনদের কন্ঠ দিতে চেষ্টা করছে রাজভবন। হিংসায় নজর রাখতে রাত জাগার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন যাতে গরিব মানুষ শান্তিতে ঘুমতো পারেন। প্রহরী হিসেবে কাজ করতে চায় রাজভবন। যারা কিছু লুকোতে চান তাদের জন্য এটি অ্যালার্ম বেল হিসেবেই কাজ করবে। আমরা অন্যের আঙিনায় পা দিতে চাই না। লক্ষ্ণণরেখা বলে কিছু রয়েছে। কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইলে তার ছবি নিন, আমাকে পাঠিয়ে দিন। মুখ্যমন্ত্রী এই কথাই কোচবিহারে বলেছিলেন। আমি তা চালু করতে চাই। কেউ দুর্নীতি করলে জানান। আমরা তা উপযুক্ত জায়গা পৌঁছে দেব।


উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় শয়ে শয়ে হিংসার অভিযোগ আসছিল। সেইসময় রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার পিস রুমের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণাই করে দিলেন রাজ্যপাল। রাজভবনের কন্ট্রোল রুম আজ থেকেই চালু হয়ে গেল।


রাজ্যপালের ওই ঘোষণা নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল। তিনি সাংবিধানিক প্রধান। প্রশাসনিক প্রধানের মতো কাজ করাটা তার এক্তিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু আমরা বারংবার দেখছি বিজেপিকে খুশি করার জন্য রাজভবনকে বিজেপির দফতর ও রাজ্যপালের চেয়ারটাকে পদ্মপালের চেয়ারে পরিণত করছেন। সমান্তরাল একটা প্রশাসন চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিব্রত করতে পথে নেমেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন বিজেপিকে খুশি করে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়েছেন। একইভাবে রাজ্যপালও কিছু পাওয়ার আশায় এসব করছেন। প্রশাসনের কাজ করার জন্য রাজ্য নির্বাচিত সরকার রয়েছে। কিন্তু সেই সরকারের সঙ্গে আলোচনা করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন।


এদিকে প্রধানমন্ত্রীর মন কি বাত এর ধাঁচে বুধবার থেকে রাজ্যপাল শুরু করলেন তাঁর 'আমনে সামনে' অনুষ্ঠান। সেখানে তিনি সরাসরি পড়ুয়াদের কাছ থেকে মতামত জানতে চান।  ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য় আবেদন করেছিলেন ১০ পড়ুয়া। তাদের মধ্যে থেকে নির্বাচন করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র যশরাজ সিং ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র অরূপ মাইতি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)