নিজস্ব প্রতিবেদন: রাজ্যে কোভিড (Covid 19) আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গেল। পজিটিভি রেটে যখন শীর্ষে কলকাতা, তখন জেলাগুলিতেও সংক্রমণের কবলে পড়েছেন বহু মানুষ। নবান্ন (Nabanna) থেকে জেলাশাসকদের (DM) নির্দেশ দেওয়া হল, পুলিসের সাহায্যে খাবারের প্যাকেট পৌঁছে দিতে হবে আক্রান্তদের বাড়িতে। করোনা চিকিৎসায় জারি করা হল নয়া গাইড লাইনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার বাড়বাড়ন্ত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের রিপোর্ট, গত ২৪ ঘণ্টা রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৯ হাজার ৭৩ জন। পজিটিভি রেট ১৮.৯৬। আর কলকাতা? দ্বিতীয় ঢেউ-র চুড়োকে মাত্র ৮ দিনেই ছাপিয়ে গেল রাজধানী শহর! আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৫৯। পজিটিভি রেটও রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি।


আরও পড়ুন: Kolkata Containment Zone: আপনার এলাকা কি কনটেইনমেন্ট জোন? জেনে নিন Do's and Dont'


সংক্রমণ ছড়াচ্ছে জেলাগুলিতেও। আক্রান্তের সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আর তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। যাঁরা আক্রান্ত হচ্ছেন, স্বাভাবিক কারণেই তাঁরা বাড়ির বাইরে বেরোতে পারছেন না। কোয়ারেন্টাইনেও থাকতে হচ্ছে বহু মানুষকে। তাঁদের বাড়িতে এবার খাবারের প্যাকেট পৌঁছে দেবে পুলিস। কী থাকবে প্যাকেটে? নবান্ন সূত্রে খবর, প্যাকেট থাকবে  চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার। এমনকী, প্রয়োজনে ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।


আরও পড়ুন: Covid Spike: করোনার বাড়বাড়ন্ত, বিধানসভায় সংক্রমণ রুখতে 'বড়' সিদ্ধান্ত


এদিকে আবার করোনা আক্রান্তের চিকিৎসায় নয়া গাইডলাইনও জারি করল রাজ্য সরকার। সেই গাইডলাইনে স্পষ্ট উল্লেখ, আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। বরং বাড়িতেই কোমর্বিডিটি ও ষাটোর্ধ্বদের উপর বিশেষ নজর রাখতে হবে। তবে যদি ৭ বা তার বেশি দিন জ্বর থাকে, বারবার জ্বর আসে, কিংবা অক্সিজেন মাত্রা ৯৪-র নীচে চলে যায়, সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)