ফের রাজ্যে ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন! নয়া বিজ্ঞপ্তি নবান্নের
বিধিনিষেধে ছাড় মিললেও, ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা গ্রাফ এখন অনেকটাই নিম্নগামী। আপাতত বিধিনিষে না উঠলেও, কার্যত লকডাউনে বেশ কিছুটা ছাড় দিয়েছে সরকার। তবে, প্রয়োজনে ফের কনটেনমেন্ট জোন ফিরতে পারে রাজ্য়ে! যেদিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল, তার পরেরদিনই ফের নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
এদিকে, করোনা বিধিনিষেধের মধ্যেই আগামিকাল অর্থাত্ বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। আপাতত চলবে গুটিকয় স্পেশাল ট্রেন। মোট ৬ জোড়া ট্রেন চালু করা হচ্ছে। অর্থাত্ আপ ও ডাউনে চলবে মোট ১২টি ট্রেন।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)