নিজস্ব প্রতিবেদন: পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ! ষষ্ঠীর দিন ২ মাসের টাকা ঢুকল ৮০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে। রাজ্য সরকারের খরচ হল ৮৫২ কোটি টাকা। বাংলায় চালু হয়ে গেল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধানসভা ভোটের আগে মহিলাদের 'হাতখরচ' দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম, 'লক্ষ্মীর ভাণ্ডার'। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, '১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা'। কত টাকা ভাতা মিলবে? তপশিলী জাতি-উপজাতির মহিলারা পাবেন মাসে হাজার টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা ৫০০ টাকা।  এরপর যখন রাজ্যে 'দুয়ারে সরকার' চালু হয়, তখন 'লক্ষ্মীর ভাণ্ডার'-র ফর্ম পেতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এবার টাকা পেলেন আবেদনকারীরা।


আরও পড়ুন: Coal Scam: কয়লাকাণ্ডে বড়সড় স্বস্তি, সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না রুজিরাকে


নবান্ন সূ্ত্রে খবর,  ষষ্ঠীতে যখন দেবীর বোধন হল, তখন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা ঢুকল ৮০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে।  তবে, আপাতত বাদ পড়ল ৪টি জেলা। কেন? পুজোর মিটলেই ফের ভোট রাজ্যে।  এবার উপনির্বাচন হবে শান্তিপুর (Santipur) , গোসাবা (Gosaba), খড়দহ (Khardaha) ও দিনহাটায় (Dinhata)। আদর্শ নির্বাচনী বিধির কারণে ভাতা পেলেন না ওই চার জেলার মহিলারা। ভোট মিটলে তাঁদের টাকা দেওয়া হবে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)