নিজস্ব প্রতিবেদন: নির্ঘণ্ট মেনেই ভোট হবে ৪ পুরনিগমে। হাইকোর্টে (Calcutta High Court) যেদিন হলফনামা দিল নির্বাচন কমিশন (Election Commission) , সেদিন প্রতিটি বুথে সশস্ত্র পুলিস (Armed Police) মোতায়েনের কথা জানিয়ে দিল রাজ্য সরকারও। সংখ্যায় কত? কমিশনকে রাজ্য জানিয়েছে, পুরভোটে ৯ হাজার সশস্ত্র পুলিস মোতায়েন থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  কোভিড মোকাবিলায় যখন রাজ্যে ফের কড়া বিধিনিষেধ (Covid Restriction) জারি করেছেন নবান্ন, তখন নির্ধারিত সূচি মেনেই কি পুরভোট হবে? মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্য সচিবে সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২২ জানুয়ারিই ভোট হবে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে। এরপর প্রচার সংক্রান্ত নির্দেশিকা জারি করাই শুধু নয়, ভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিসের ডিজি-সহ পদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক সেরে নেন নির্বাচন কমিশনার। 


আরও পড়ুন: Gangasagar Mela: কমিটিতে কেন Suvendu? হাইকোর্টে মামলা রাজ্যের, রায়দান স্থগিত


কী আলোচনা হয় সেই বৈঠকে? সূত্রের খবর, কমিশন যে প্রতিটি বুথে সশস্ত্র পুলিস দিয়েই ভোট করাতে চায়, সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন খোদ নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেক্ষেত্রে রাজ্য কত পুলিস দিতে পারবে? তাও জানতে চান তিনি। এদিন সেই তথ্য় দেওয়া হল কমিশনকে। 


মোট বুথ:-২০৭৮


আসানসোল:-১০২০


শিলিগুড়ি:-৪২১


চন্দননগর:-১৬৯


বিধাননগর:-৪৬৮


এদিকে কোভিড পরিস্থিতিতে পুরভোটে পিছানো দাবিতে মামলা চলছে হাইকোর্টে। সেই মামলায় এদিন আদালতে হলফনামা দিল কমিশন। হলফনামায় নির্ঘণ্ট মেনেই বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ভোট হবে জানানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামিকাল, মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)