ওয়েব ডেস্ক : রাজ্য সরকারের গঠন করা হেলথ রেগুলেটরি কমিশন কাজ শুরু করছে আজ থেকে। আজই স্বাস্থ্য ভবনে প্রথম বৈঠক কমিশনের। মূলত চিকিত্‍সার গাফিলতি, বেনিয়মের অভিযোগ এলে তদন্ত করবে এই কমিশন। চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি অসীম কুমার রায়। হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে ইতিমধ্যে চেয়ারম্যান পদ গ্রহণ করার অনুমতি দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমিশনের সব সদস্যই আজ হাজির থাকছেন বৈঠকে। এগারো সদস্যের কমিশনে সাত জন ডাক্তার রয়েছেন। দু জন IPS অফিসারও রয়েছেন কমিশনে। ১৭ মার্চ হেলথ রেগুলেটরি কমিশন গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করছে কমিশন।


আরও পড়ুন, জোরালো হল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের গ্রেফতারির সম্ভাবনা!