নিজস্ব প্রতিবেদন: শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ফলাফল। বেলা ১১টার পরে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে এই বছরের পরীক্ষার ফল। এই বছর প্রথমবার পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। চলতি বছরের ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের, এমনটাই জানান হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকে জানান হবে ফলাফল। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল। ২৭ এপ্রিল শেষ পরীক্ষা হয়। এবারে পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের চেয়ে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। করোনার কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বার নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়।                                      


২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যে ওয়েবসাইটে দেখা যাবে সেগুলি হল


www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.indiaresults.com
www.exametc.com
www.results.siksha.com


অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে মোট ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। 


উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।  ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন। উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। 


তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।


প্রথম অদিশা দেবশর্মা, দিনহাটা, কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৮, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন স্কুল, প্রাপ্ত নম্বর ৪৯৭। প্রথম দশে ২৭২ জন। ছাত্র ১৪৪, বাকিরা ছাত্রী। 


পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ, পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পরের বার সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা। 


সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।


এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার  ৮৬.৫৮ শতাংশ। পাশের হার বেশি পূর্ব মেদিনীপুরে। 


২০ জুন দেওয়া হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট। অনলাইনে পিপিএস এবং পিপিআর-এর আবেদন করতে হবে। ২০ জুন মধ্যরাত থেকে তা কার্যকর হবে। 


 ১২টা থেকে অনলাইনে বাড়ি বসেই দেখা যাবে ফল। শুরু উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের সাংবাদিক বৈঠক।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)