শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র বিভ্রাট। পরীক্ষায় সাদা খাতা জমা দিল পড়ুয়ারা! কেন? 'পরিবেশবিদ্যায় সাঁওতালি ভাষায় প্রশ্ন কোনওদিনই হয়নি', জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? উচ্চমাধ্যমিক চলছে। গতকাল, মঙ্গলবার ছিল পরিবেশবিদ্যার পরীক্ষা। সেই পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের নেকুড়শেণি হাই স্কুলের ১৬ পড়ুয়া।  অভিযোগ, অলচিকি ভাষা প্রশ্ন আসেনি। প্রশ্ন ছিল ইংরেজি আর হিন্দিতে! শুধু তাই নয়, নারায়গড়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।


আরও পড়ুন: Sweta Chakraborty: 'পারিশ্রমিক নিইনি, টাকার বদলে গাড়ি নিয়েছি', অয়নের বিষয়ে মুখ খুললেন শ্বেতা


এদিন উচ্চমাধ্যমি শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'যেসব বিষয়ে সাঁওতালি ভাষা বই আছে, শুধু সেইসব বিষয়েই সাঁওতালি ভাষায় পরীক্ষা হয়। পরিবেশবিদ্য়ায় কোনও বই সাঁওতালি ভাষা নেই। স্কুলে ২০২১ থেকে ২০২৩ ব্যাচের পড়ুয়াদের কীভাবে বিষয়টি পড়ুার সুযোগ দেওয়া হল, সেটাও একটা প্রশ্ন'। তাঁর আরও বক্তব্য, 'আমরা ১১টি বিষয়ে সাঁওতালি ভাষার প্রশ্ন করি। তা সত্ত্বেও ওই বিষয়টি পড়ার সুযোগ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই পড়ুয়ার সমস্যার সম্মুখীন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এইরকম ভুল বোঝাবুঝি না হয়, ব্যবস্থা নেব'।



একই ঘটনা ঘটেছে উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষায়ও। অলচিকি ভাষায় প্রশ্ন না আসায় বিপাকে পড়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এসসি হাইস্কুলের সাঁওতালি মাধ্যমের ২৩ পড়ুয়া। তবে, সাদা খাতা জমা দেয়নি তারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)