ওয়েব ডেস্ক: হাঁসফাঁসে গরম থেকে স্বস্তি। বিকেলের পর থেকেই আকাশ কালো। সন্ধেয় বজ্র-বিদ্যুত সহ মুষল ধারে বৃষ্টি। অস্বস্তির গরম থেকে মুক্তি পেল শহর। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার তার সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হওয়াতেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  আগামিকালও দিনভর আকাশ মেঘলা থাকবে। বিকেল বা সন্ধের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুজলে কলকাতা। জল জমেছে গিরীশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ, শোভাবাজার ,উল্টোডাঙা,কাঁকুড়গাছি, মহাত্মাগান্ধী রোড, স্ট্র্যান্ডরোড, আমহার্স্ট স্ট্রিটে। দক্ষিণ কলকাতার বেশকিছু জায়গাতেও জল জমেছে। বেহালা,আলিপুর বডি গার্ড লাইন, পাতিপুকুরে জম জমেছে।