সন্দীপ প্রামাণিক: এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর আসতে চলেছে। এর ফলে আজ থেকে ২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এই নিম্নচাপের প্রভাবে কোনও কোনও জায়গায় ভারী, কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্বাভাস বলছে, আজ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বেশি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। আগামীকাল অর্থাৎ ১ তারিখ বৃষ্টির পরিমাণ দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বাড়বে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পরদিন ২ তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 


এই নিম্নচাপের জন্য সমুদ্রের হাওয়ার গতিবেগ বেশি থাকবে। যে কারণে মৎস্যজীবীদের আজ থেকে ২ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। পূর্বাভাস বলছে, ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামিকাল এবং ২ তারিখ বৃষ্টির জন্য তাপমাত্রা খানিকটা কমবে। 


৩ তারিখ থেকে আবার বাড়তে চলেছে তাপমাত্রা। ওদিকে পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামিকাল থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তনের আভাস নেই। ওদিকে অসহ্য প্য়াঁচপেঁচে গরম থেকে স্বস্তি দিয়ে কলকাতায় ১ তারিখ থেকে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস।


আরও পড়ুন, Buddhadeb Bhattacharya Hospitalised: বুদ্ধকে দেখতে হাসপাতালে মমতা; 'আমাকে দেখে হাত নাড়লেন', বললেন মুখ্যমন্ত্রী



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)