গরম থেকে স্বস্তির বার্তা, আগামী দু`দিন রাজ্যে চলবে ঝড়বৃষ্টি
এ দিন সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টিও নামায় গরম থেকে মিলেছে মুক্তি।
নিজস্ব প্রতিবেদন: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। আগামী ২দিনও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
এ দিন সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টিও নামায় গরম থেকে মিলেছে মুক্তি। আগামী দুদিনও রাজ্যজুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর ঢুকছে জলীয়বাষ্প। তার জেরে আগামী দুদিন দুই বঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা বলে জানিয়েছে আবহওয়া দফতর। উত্তরবঙ্গের মালদহ,দুই দিনাজপুর, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হওয়া বইতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ৮ মে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ৯ মে থেকে ফের বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস।
হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে এ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দ্রুত পাঠান নইলে...রাজ্যকে কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের