Bengal Election 2021: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, চপার নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ। বিজেপি এজেন্টসহ কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সল্টলেক দত্তাবাদ ডিয়ার ক্লাবের কাছে বিজেপির এজেন্টসহ পাঁচ বিজেপির কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা তথা বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য নির্মল দত্ত ও তার অনুগামীরা মারধর করে বলে জানাচ্ছেন বিজেপি সমর্থকরা। পুলিসের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁরা জানাচ্ছে, পুলিস এখানে কোন ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: west bengal election 2021: যে রকম চাইছি আমরা সেরকম ভোট হচ্ছে : দিলীপ
বিজেপি কর্মীরা দাবি করে গতকাল তাঁরা বুথের এজেন্ট হিসেবে কাজ করেছিল। ভোট পর্বে তৃণমূল বুঝতে পারে, তারা হেরে যাবে। এরপরই তারা নাকি চড়াও হয় বলে অভিযোগ। বিধান নগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিস।