আবগারি শুল্ক আদায়ে এখন দেশের মধ্যে প্রথম এই রাজ্য। এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছে পশ্চিমবঙ্গ। স্কচ ফাউন্ডেশনের তরফে  রাজ্যকে এই সম্মান জানো হয়েছে। আবগারি শুল্ক আদায়ে বিভিন্ন রাজ্যের অবস্থান কী জানতে সমীক্ষা চালায় স্কচ ফাউন্ডেশন। সেই সমীক্ষায় প্রথম স্থানে এসে প্ল্যাটিনাম শিরোপা জিতে নিয়েছে রাজ্য। স্কচ ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, ই-গভর্নেন্সের মাধ্যমেই এই  সাফল্য পেয়েছে রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবগারি শুল্ক আদায়ের ছশটি মডেল প্রকল্প কে বেছে নেয় স্কচ ফাউন্ডেশন। কর আদায়ের এই ছশটি মডেলের মধ্যে বিচারকদের কাছে সব থকে প্রশংসা পেয়েছে পশ্চিমবঙ্গের মডেল।
২০১৩-১৪ আর্থিক বছরে প্রায় তিনহাজার কোটি আবগারি শুল্ক আদায় করেছে রাজ্য। স্কচ ফাউন্ডেশনের মতে শুল্ক আদায়ের জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আর এই নতুন প্রকল্পগুলির হাত ধরেই সাফল্য এসেছে। এই পদক্ষেপগুলি হল


প্রথমত, চোলাই মদের উপর নিয়ন্ত্রণ এবং ব্যাপকভাবে মদের ঠেক ভেঙে দেওয়া। দ্বিতীয়ত, চোলাই মদের উপর নিয়ন্ত্রণের কারণে দেশি মদের চাহিদা প্রায় ষাট শতাংশ বেড়েছে। যার জেরে দেশি মদ থেকে শুল্ক আদায়ের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে পেরেছে রাজ্য।


রাজ্যের শুল্ক বাড়ানোর এই মডেলকে এখন ওড়িশা সহ পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য অনুসরণ করছে।