ওয়েব ডেস্ক: চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শেষ হল। উপনির্বাচনের ফলাফল বলছে তৃণমূল ১, বিজেপি ১। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে নাটকীয় জয় ছিনিয়ে এনে, রাজ্য বিধানসভায় খাতা খুলল বিজেপি। অন্যদিকে, চৌরঙ্গি আসন ধরে রাখল তৃণমূল কংগ্রেস। বামেদের করুণ অবস্থা বজায় থাকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চৌরঙ্গি আসন ধরে রাখল তৃণমূল কংগ্রেস। জয়ী হলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। ১৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রীতেশ তিওয়ারিকে হারালেন নয়না বন্দ্যোপাধ্যায়।


বসিরহাট কেন্দ্রে গণনা শেষ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৭৪২ ভোটে জয়ী বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। আগের সব রাউন্ডের এগিয়ে থাকলেও শেষের রাউন্ডে হারতে হল দীপেন্দু বিশ্বাসকে।


চৌরঙ্গিতে ১২ তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে গেলেন ৩৫৯৪ ভোটে।


বসিরহাটে নবম রাউন্ডের গণনা শেষ ৭১৮৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস (৫৩,৫৭৩টি ভোট)। বাকি আর একটা রাউন্ডের গণনা বাকি আছে। দ্বিতীয় স্থানে বিজেপি (৪৬,৩৮৬), তৃতীয় স্থানে সিপিআইএম (২০৬০৪)


চৌরঙ্গিতে দশম রাউন্ডের গণনা পর দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় ২,৪০৯ ভোটে বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়ে। তিনে নেমে গেল কংগ্রেস। চতুর্থ স্থানেই থাকল বামেরা।


দশম রাউন্ডের শেষে চৌরঙ্গিতে প্রাপ্ত ভোট-তৃণমূল-১৯,৫০১টি ভোট,বিজেপি-১৬,৬২৬টি ভোট, কংগ্রেস-১৬,৫২৬টি ভোট,সিপিআইএম-৬,২২৫টি ভোট


 


চৌরঙ্গিতে নবম রাউন্ডের ভোট গণনা শেষ। ১১৭৭ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী রীতেশ তিওয়ারি। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী,চতুর্থ স্থানে সিপিআইএম প্রার্থী।


 


ফের হিসাব উল্টে গেল চৌরঙ্গিতে। অষ্টম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৩৫৭ ভোটে। দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী রীতেশ তিওয়ারি। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী,চতুর্থ স্থানে সিপিআইএম প্রার্থী।


 


বসিরহাট দক্ষিণে ষষ্ঠ রাউন্ড শেষে লিড কিছুটা কমল তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শমিক ভট্টাচার্যের থেকে ১১,২৩২ ভোটে। এখন এই কেন্দ্রে চলছে শহরাঞ্চলের ভোটগণনা। বিশেষজ্ঞমহলের মতে, তাই তৃণমূলের লিড কমছে।


চৌরঙ্গি কেন্দ্রে সপ্তম রাউন্ডের শেষে ৩৪৪ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। চতুর্থ স্থানে সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান।


বসিরহাট দক্ষিণ কেন্দ্রে পঞ্চম রাউন্ডের গণনা শেষে ১৭,০২৪ ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য। তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার। চতুর্থ স্থানে সিপিআইএম প্রার্থী মৃণাল চক্রবর্তী।


 বসিরহাট দক্ষিণে চতুর্থ রাউন্ড শেষে কে কতগুলি ভোট পেলেন-- তৃণমূল-২১,৯২৩টি ভোট, বিজেপি-১৪,৪৬২, কংগ্রেস-৯,৭৬২টি ভোট, সিপিআইএম-৭,৭৪২টি ভোট।


চৌরঙ্গি কেন্দ্রে পঞ্চম রাউন্ডের গণনা শেষ। ২,৫৮৮ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী। তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থ স্থানে বামফ্রন্ট প্রার্থী।


সকাল ১০টা- বসিরহাট দক্ষিণে চতুর্থ রাউন্ড শেষে ৭,৬০০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য।


সকাল ৯.৩০টা- তৃতীয় রাউন্ডের গণনা শেষে ২,৯৩৪ ভোটে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।


সকাল ৯.১৫টা- তৃতীয় রাউন্ডের গণনা শেষে ৫,২৯০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য।


সকাল ৯টা- দ্বিতীয় রাউন্ড গণনার শেষে চৌরঙ্গিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে ৭০৭ ভোটে। দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তৃতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। চতুর্থ স্থানে বাম প্রার্থী ফৈয়জ আহমেদ খান।


প্রথম রাউন্ড শেষে চৌরঙ্গিতে কে কত ভোটে পেল- তৃণমূল- ২০৪৯ ভোট, কংগ্রেস-১০৯৩ ভোট, বিজেপি-৭৯৬ভোট, বামফ্রন্ট-৭৮৫ ভোট


সকাল ৮.৪১- প্রথম রাউন্ডের গণনা শেষে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাস। প্রথম রাউন্ডের গণনা শেষে দীপেন্দু বিশ্বাস এগিয়ে ২,২৫৩ ভোটে। লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বড় লিড পেয়েছিল বিজেপি।


সকাল ৮.৪০- প্রথম রাউন্ডের গণনা শেষে চৌরঙ্গি কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়ে ১,১০০ ভোটে এগিয়ে। লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল কংগ্রেস।


 


২০০১১ বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নারায়ণ মুখার্জি জয়ী হয়েছিলেন। নারায়ণ মুখার্জি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী হারান ১২,৪০০ ভোটের ব্যবধানে।


২০১১ বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন শিখা মিত্র। কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থী শিখা মিত্র তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত আরজেডি প্রার্থী বিমল সিংকে হারান ৫৭,৭৩৯ ভোটের ব্যবধানে। তৃতীয় স্থানে থাকা  বিজেপি পেয়েছিল ৪,৭৯৯টি ভোট


সকাল ৮টা- ভোট গণনা শুরু হল।


 


চতুর্মুখী লড়াই হলেও, দুটি কেন্দ্রেই তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যেই মূল লড়াইটি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। বিজেপি দাঁড় করিয়েছে রীতেশ তিওয়ারিকে। বসিরহাট দক্ষিণে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তৃণমূল দাঁড় করিয়েছে ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে।