নিজস্ব প্রতিবেদন: একশো দিনের প্রকল্পের কাজে ফের নজিরবিহীন সাফল্য পেল রাজ্য সরকরা। করোনা পরিস্থিতির মধ্যেও একশো দিনের কাজে মাত্র ৪০ দিনে কর্মদিবস বাড়ল দশ গুণ। কর্মদিবস  ৩৩ লাখ থেকে বেড়ে হল ৩ কোটি। এমনটাই দাবি রাজ্য সরকারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দেশে ঝড়ের গতিতে টিকাকরণ সম্ভব হল ১ দিন, মুখ থুবড়ে পড়ল মঙ্গলবারই 


উল্লেখ্য, এবছর ১২ মে পর্যন্ত রাজ্যে একশো দিনে কাজে কর্মদিবস তৈরি হয়েছিল ৩৩ লাখ। কিন্তু মে মাসের শেষে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas) আসার কাজের জায়গা বেড়ে যায় কয়েকগুণ।


ইয়াসের পর মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) নির্দেশ দেন, বাঁধ, রাস্তা মেরামতির কাজ করতে হবে একশো দিনের প্রকল্পের আওতায়। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁধ মেরামতি থেকে শুরু করে রাস্তা তৈরি সহ একাধিক কাজে ব্যবহার করা হয় একশো দিনের শ্রমিকদের। এতে সঙ্কটের সময়ে মানুষের রোজগার যেমন বেড়েছে তেমনি মেরামতির কাজও হয়েছে দ্রুত।


আরও পড়ুন-পিছিয়ে গেলেও পরীক্ষা কেন্দ্রেই দিতে হবে জয়েন্ট এন্ট্রাস, ১৪ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ


গত চল্লিশ দিনে একশো দিনের কাজে যুক্ত হন ২২ লাখ মানুষ। এদের প্রত্যেকে রোজ ২০৩ টাকা করে পেয়েছেন। এতেই তৈরি হয়েছে ৩ কোটি কর্মদিবস।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)