নিজস্ব প্রতিবেদন: বাংলায় ভোটের (Bengal election 2021) আগে বড় ধাক্কা খেল এআইএমআইএম (AIMIM)। দল ছাড়লেন রাজ্যে সংগঠনের আহ্বায়ক জামিরুল হাসান (Zameerul Hassan)। নন্দীগ্রামে মমতার হয়ে প্রচার করবেন জামিরুল ও তাঁর অনুগামীরা।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় ভোটে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিল এআইএমআইএম। ফুরফুরা শরিফে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন আসাউদ্দিন ওয়াইসি। জানিয়ে দেন, ভাইজানের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপর জল গড়িয়েছে অনেক দূর। আব্বাস সিদ্দিকি যোগ দিয়েছেন বাম-কংগ্রেস জোটে।  এআইএমআইএম-ও আর খবরে নেই। এই পরিস্থিতিতে মিম ছাড়ছেন রাজ্যে তাদের আহ্বায়ক জামিরুল হাসান (Zameerul Hassan)। যোগ দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লিগে। তবে নির্বাচনে লড়াই করছে না তারা। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ। নন্দীগ্রামেও যাচ্ছেন জামিরুল হাসান (Zameerul Hassan)। 


Zee ২৪ ঘণ্টাকে জামিরুল হাসান (Zameerul Hassan) বলেন,'আমরা অবিজেপি দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে। তাই তাঁকে সমর্থন করছি। নন্দীগ্রামে গিয়ে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের কাছে মমতাকে ভোট দেওয়ার প্রচারও করব।'


 নন্দীগ্রামে প্রায় ৪০ শতাংশ সংখ্যালঘু ভোট। শুভেন্দু দলত্যাগের পর সে কথা মনে করিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তারপর নন্দীগ্রামের সভায় শুভেন্দু (Suvendu Adhikari) মন্তব্য করেছিলেন, 'কার ভরসায় দাঁড়াবেন আপনি? ৬২ হাজারের ভরসায় দাঁড়াবেন! পদ্ম তো ২ লক্ষ ১৩ হাজার ভোটের ভরসায়, যাঁরা জয় শ্রী রাম বলেন।'


আরও পড়ুন- West Bengal Election 2021: কোভিড আক্রান্ত ২ রক্ষী, Mamata-র চোটকাণ্ডে কমিশনে রিপোর্ট দিল না মুখ্যসচিবের কমিটি