নিজস্ব প্রতিবেদন: বিক্ষোভের মুখে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আলিপুর জেলাশাসকের দফতরের সামনে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা (TMC)। তবে পুলিসের দ্রুত হস্তক্ষেপে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন হাজার মোড় থেকে রোড শো করে আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুল পৌঁছতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। চলে 'গো ব্যাক' স্লোগান। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তবে পরিস্থিতি সামাল দেয় পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। বাবুলের কথায়, 'হেরে যাওয়ার ভয়ে অশান্তি বাধানোর চেষ্টা চলছে। এতে লাভ হবে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি জিতবে।'         


আসালসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) টালিগঞ্জে প্রার্থী করেছে বিজেপি (BJP)। এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। তাদের প্রার্থী অরূপ বিশ্বাস। ২০১৪ সালে প্রথমবার ভোটে দাঁড়িয়ে আসানসোলে অপ্রত্যাশিতভাবে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও জিতে হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার টালিগঞ্জেও কি চমক দিতে পারবেন? তা বোঝা যাবে ২ মে ফলপ্রকাশের পরেই। 


আরও পড়ুন- সোনা ব্যবসায়ীকে প্রতারণা করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল এক সেনা