নিজস্ব প্রতিবেদন: মমতার হয়ে প্রচারে ৩ দিনের জন্য রাজ্যে এসেছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। সাংবাদিক বৈঠকের শুরুতেই স্মরণ করিয়ে দিলেন, তিনি 'বাংলার মেয়ে'। বললেন,'আমার নাম জয়া বচ্চন। তার আগে আমার নাম ছিল জয়া ভাদুড়ি। আমার বাবার নাম তরুণ ভাদুড়ি। আমরা প্রবাসী বাঙালি। কিন্তু বাঙালি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ওই দলের রাজ্য়সভার সাংসদ জয়া বচ্চন। তাঁর নির্দেশেই রাজ্যে এসেছেন বলে জানিয়ে দিলেন অমিতাভ ঘরণী। এ দিন জয়া (Jaya Bachchan) বলেন,'এখানে অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদব (Akhilesh Yadav) আমাকে বললেন, আমরা সমর্থন করছি তৃণমূল কংগ্রেসকে (TMC)। তাদের প্রচারে যাবেন আপনি। খুব ভালো লাগল, উনি আমাকে এই কাজটা দিলেন। দ্বিতীয়ত, মমতাজির জন্যে ভালোবাসা ও সম্মান।' বিজেপির বিরুদ্ধে মমতার লড়াইয়ের প্রশংসা করে জয়া বলেন,'সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন একজন মহিলা। মাথা ভাঙা, পা ভাঙা কিন্তু ওরা মমতার হৃদয় ও মস্তিষ্ককে ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করাই মমতার জেদ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নতি হবে। আমার ধর্ম ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা (Mamata Banerjee)।' 


রবীন্দ্রনাথের 'বাংলার মাটি, বাংলার জল' থেকে উদ্ধৃত করে জয়া বচ্চনের (Jaya Bachchan) বার্তা, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। বাংলা আজ যা ভাবে, করে, তা অন্যান্যরা অনেক পরে। মমতাদিকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা, লজ্জা।'


আরও পড়ুন- West Bengal Election 2021: একটা পায়ে বাংলা জয়, আর দু'টো পায়ে আগামী দিনে দিল্লি জয় করব: Mamata