নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটে ফের পুলিসে রদবদল। আলিপুরদুয়ারের পুলিস সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিস কমিশনার মিঠুন দে ও চন্দননগরের ডেপুটি পুলিস কমিশনার  তথাগত বসুকে সরিয়ে দিল কমিশন। শুধু তাই নয়, এই তিন পুলিসকর্তাদের নির্বাচন পরিচালনা সঙ্গে যুক্ত কোনও পদে নিয়োগ করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হল। প্রসঙ্গত, তৃতীয় দফাতেই ভোট হবে ডায়মন্ডহারবারে, আলিপুরদুয়ার ও চন্দননগরে চতুর্থ দফায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB assembly election 2021: নন্দীগ্রামে সিসিটিভির অভিমুখ বদল! শিক্ষা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন


বিজ্ঞপ্তিতে উল্লেখ, ভোটের মুখে আলিপুরদুয়ারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত কুমার সিং। ডায়মন্ড হারবারে (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিস সুপারের দায়িত্বে আসছেন শ্যামল কুমার মণ্ডল। আর চন্দননগরের ডেপুটি পুলিস কমিশনার? অভিষেক মোদী। প্রথম দফার ভোটে তখন আর মাত্র ২ দিন বাকি। একসঙ্গে বদলি করা হয়েছিল  ৪ পুলিস কর্তা সহ এক জেলাশাসককে। সেই তালিকায় ছিলেন ডায়মন্ড হারবারের পুলিস সুপারও। বাদ যাননি এডিজি পশ্চিমাঞ্চল, কোচবিহারের পুলিস সুপার, এমনকী ডিসি সাউথ পদে দায়িত্বপ্রাপ্ত অফিসারও। এর আগে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেক সরানো হয় সুরজিৎ করপুরকায়স্থকেও। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্য় পুলিসের ডিজি বীরেন্দ্র ও এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও।


আরও পড়ুন: West Bengal Election 2021: তৃতীয় দফার আগে বীরভূমের মুরারই কেন্দ্রে প্রার্থীবদল TMC-র