নিজস্ব প্রতিবেদন: জয়ের আভাস মিলতেই মোদী-শাহকে নিশানা করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। তাঁর দাবি, এজেন্সি, নির্বাচন কমিশন ও অর্থের ব্যবহার করেও বাংলা জয় করতে পারল না বিজেপি।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি টুইট করেছেন, 'মো-শা, বিজেপি, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন, গোডি মিডিয়া, বিশ্বাসঘাতক, টাকার বিরুদ্ধে লড়েছেন দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মীরা ও বাংলা। কোভিডের বিরুদ্ধেও জিতব। আমরা মানুষের পাশে থাকি।'



আর একটি টুইটে ডেরেক (Derek O'Brien) লিখেছেন,''বিশ্বের সবচেয়ে বিনাশকারী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আবেগঘন একটা দিন। এজেন্সির সঙ্গে চলেছে কুৎসিত প্রচার। তার সঙ্গে যোগ নিলর্জ্জ নির্বাচন কমিশন। ভারত ও বাংলার জন্য তাৎপর্যপূর্ণ একটা দিন। আমরা উচ্ছ্বসিত। তবে কোভিড পরিস্থিতিতে জয়ের উদযাপনে দায়িত্ববোধ হারালে চলবে না।''



নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছে, এখনও পর্যন্ত ২০২ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। ৭৮ আসনে এগিয়ে বিজেপি। 


আরও পড়ৃুন- থানার ওসি-দের সাসপেন্ড করুন, বিজয়-উদযাপন রুখতে কড়া নির্দেশ কমিশনের