নিজস্ব প্রতিবেদন: বাংলায় একের পর এক সভা করেছেন মোদী-শাহ (Modi-Shah)। তাঁদের মুখের উপরেই বঙ্গে লড়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও ঘোষণা করেনি। রণনীতি সাজানোর দায়িত্বেও ছিলেন অমিত শাহ। বিপর্যয়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দায়ভার কি মোদী-শাহের (Modi-Shah)? এই ফলাফল মোদী-শাহের ব্যর্থতা বলে মানতে চান না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর যুক্তি,''৩ থেকে ৭৮ আসনে পৌঁছে গিয়েছে বিজেপি (BJP)। বাংলার রাজনীতিতে এই উত্থান ঐতিহাসিক।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির রাজ্য সভাপতি (West Bengal State BJP President) বলেন,''ব্যর্থতা বলে আমি মনেই করি না। বাংলায় ২৬ গুণ শক্তি বেড়েছে বিজেপির। এমন সাফল্য বাংলার ইতিহাসে কে পেয়েছে? পশ্চিমবঙ্গে কেউ ৫ বছরে ৩ থেকে ৭৮ আসনে পৌঁছতে পারেনি।''


তৃণমূল নেত্রী ও বামেদের দীর্ঘ সংগ্রামকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়,''বহুবার হারতে হারতে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৬-৪৭ সাল থেকে লড়াই করেছে সিপিএম। ৫ বছরে আমাদের ঐতিহাসিক উত্থান হয়েছে। ব্যর্থতার প্রশ্নই নেই। আমরা টার্গেট বড় রেখেছিলাম। যাদের দম আছে, বড় লক্ষ্য রাখে সবসময়। আমরা উন্নতি করেছি। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব পরিচালনা করবেন তা তো স্বাভাবিকই।'' 


আরও পড়ুন- আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের 'ওয়েলকাম' Mamata-র