নন্দীগ্রামের ফল নিয়ে চাপানউতোর; জয়ী ঘোষণা করার পর অন্য কথা বলছে: Mamata
এখনও পর্যন্ত নন্দীগ্রামে হার-জিত নিয়ে কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission)
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চূড়ান্ত রাউন্ড শেষে ১৯৫৩ ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। এমনটাই সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন চূড়ান্ত ঘোষণা করেনি। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এখনও গণনা শেষ হয়নি। তবে মমতার বক্তব্যে খানিকটা আভাস মিলেছে। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী (TMC Supremo) জানিয়েছেন, 'ভালোই হয়েছে। মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সেলাম জানাই।'
নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,''কোনও কনফিউশন নেই। ২২১টা সিটে যারা জেতে তাদের কাছে কনফিউশন নেই। বরং বেঁচে গিয়েছি বারবার অত দূরে যেতে হত! ভালোই হয়েছে। মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সেলাম জানাই। কিন্তু আমি কোর্টে যাব। খবর আছে জেতা অ্যানাউন্স করার পর কারচুপি হয়েছে। সেগুলি খুঁজে বের করব।'' গোটা রাজ্যের সঙ্গে নন্দীগ্রামের ফল আলাদা কীভাবে হল, সেনিয়ে প্রশ্ন তুলেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায় ''আমি দুঃখিত, যখন নন্দীগ্রামের ইস্যু তুলেছিলাম, আপনারা বিশ্বাস করতে পারবেন না, ওরা কীভাবে লুঠেছে! গোটা রাজ্যের সঙ্গে একটা বিধানসভা কেন্দ্রের ফলাফলের ফারাক হতে পারে! এটা সম্ভব? না। ওরা সারভায়লেন্স বন্ধ করে দিয়েছিল প্রায় ৩ ঘণ্টা। ওরা জয়ী ঘোষণা করার পর অন্য কথা বলছে। লুঠিং ইজ গোয়িং অন। চিটিং ইজ গোয়িং অন। উই উইল ফাইল কোর্ট কেস।
সংবাদ সংস্থা এএনআই দাবি করেছিল,মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১২০০ ভোটে জিতে গিয়েছেন। এএনআই-কে উদ্ধৃত করে সেই খবর প্রকাশ করে Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।
তার পর রাজ্যে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করেন,''এটা বড় খবর। নন্দীগ্রামে পরাজিত মুখ্যমন্ত্রী। ১৬২২ ভোটে জিতেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই পরাজয়ের পর মুখ্যমন্ত্রিত্বে থাকার নৈতিক অধিকার কি রয়েছে মমতার? তৃণমূলের জয়কে কলঙ্কিত করেছে তাঁর পরাজয়।''
এখনও পর্যন্ত নন্দীগ্রামে হার-জিত নিয়ে কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission)। তৃণমূল কংগ্রেস টুইট করেছে, ''নন্দীগ্রামে গণনা এখনও শেষ হয়নি। জল্পনা ছড়াবেন না।''