নিজস্ব প্রতিবেদন: রাজনীতির চেয়ে সংবাদের শিরোনামে এসেছিল তাঁদের ত্রিকোণ সম্পর্কের কাহিনী। শোভন, বৈশাখী ও রত্নার এমন আলোচিত রসায়ন ভোটের আগেও সাড়া ফেলেছিল। তবে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishaki Banerjee) বিজেপি প্রার্থী না করায় অকালেই স্তিমিত হয় যাবতীয় আলোচনা। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে জয়ের পর স্বামীর বান্ধবীকে খোঁচা দিলেন শোভন-জায়া। তাঁর প্রতিক্রিয়া,''আজ মনের খোলা জানালায় খুশির বৈশাখী হাওয়া ফেলে আসা অতীতের কিছু ধূসর ক্ষতের উপর প্রশান্তির প্রলেপ দিয়ে গেল।''      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেহালা পূর্বে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পায়েল সরকারকে ৩৭,৪২৮ ভোটে হারিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। ২০১১ ও ২০১৬ সালে এই বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন শোভন। এবারও ওই কেন্দ্রে বিজেপি তাঁকেই প্রার্থী করতে পারে বলে বলে জল্পনা চলছিল। তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রত্না। কিন্তু, অভিনেত্রী পায়েল সরকার হন গেরুয়া শিবিরের প্রার্থী। ফলে স্বামী-স্ত্রীর মুখোমুখি লড়াইয়ে সম্ভাবনা বাস্তবে মেলেনি। স্বামীর পুরনো কেন্দ্রে জিতেছেন রত্না। এই জয় তাঁর ক্ষতের উপরে প্রলেপ দিয়ে গেল বলে ফেসবুকে লিখেছেন শোভন-জায়া। তাঁর কথায়,''আজ মনের খোলা জানালায় খুশির বৈশাখী হাওয়া ফেলে আসা অতীতের কিছু ধূসর ক্ষতের উপর প্রশান্তির প্রলেপ দিয়ে গেল। বেহালা পূর্ব থেকে যে বিপুল পরিমান সমর্থন পেয়েছি সেটা মানুষের ভালোবাসারই প্রতিফলন। এই জয়কে আমি বেহালা পূর্বের সর্বস্তরের মানুষের জয় বলেই চিহ্নিত করলাম।''     


 

আজ মনের খোলা জানালায় খুশির বৈশাখী হাওয়া ফেলে আসা অতীতের কিছু ধূসর ক্ষতের উপর প্রশান্তির প্রলেপ দিয়ে গেল। বেহালা পূর্ব...

Posted by Ratna Chatterjee on Monday, 3 May 2021

বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায় পেয়েছেন ১,১০,৯৬৮ ভোট। ৭৩৫৪০ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী পায়েল সরকার।   


আরও পড়ুন- এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী ফোন করলেন না, হয়তো ব্যস্ত, সেন্টিমেন্টে নিইনি: Mamata