নিজস্ব প্রতিবেদন: মমতা-প্রলয়ের ফোনালাপের সত্যতা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর কথায়,'টিভিতে যেটা দেখেছি মমতার প্রতি সম্মান আরও কয়েক ইঞ্চি বেড়ে গেল। মমতা গণতান্ত্রিক নেতা।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেডিমেড টেপ কোথা থেকে এল, প্রশ্ন তুলেছেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর মন্তব্য, 'রাষ্ট্রপতি ফোন করলে কি আমি রেকর্ডিং করব! রেডি মেড টেপ করে রেখে দিয়েছি। ডাল মে কুছ কালা হ্যায়। আমি গর্বিত, আমার অহংকার, আমার নেত্রী মমতা।'


মমতা-প্রলয়ের (Mamata Banerjee-Pralay Paul) ফোনালাপ নিয়ে সুব্রতর ব্যাখ্যা,'একজন নিষ্ঠাবান কর্মী দল ছেড়েছেন। টেলিফোনে বোঝানোর চেষ্টা করবেন মমতা এটাই তো স্বাভাবিক। শেষ কথা বলেছেন ভালো থেকো। কী চমৎকার কথা! পুরনো কর্মীর সঙ্গে নেত্রীর এমন কথাই হওয়া উচিৎ। আমি অভিমান করে ঘরে বসে থাকলে  ইন্দিরা গান্ধী বা প্রিয়রঞ্জন দাশমুন্সি কথা বলতেন। নিষ্ঠাবান কর্মী অন্য জায়গায় চলে গেলে তাঁকে অনুরোধ করা যেতেই পারে। মমতা কোনও অপরাধ করেননি। আমি সঠিক লোককেই নেত্রী হিসেবে বেছে নিয়েছি।' 


আরও পড়ুন- West Bengal Election 2021: BJP নেতা নয়, অভিমানী TMC নেতাকে ফোন Mamata-র: Kunal; ভোটভিক্ষা, খোঁচা Suvendu-র