নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটের আগে বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থীবদল করল তৃণমূল কংগ্রেস। আবদুর রহমানকে বদলে প্রার্থী করা হল মোসারাফ হোসেনকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের মুরারই কেন্দ্রে আবদুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিবৃতি দিয়ে জানিয়েছে,করোনায় আক্রান্ত হন মুরারইয়ের প্রার্থী। ২৬ মার্চ থেকে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে প্রার্থীবদলের সিদ্ধান্ত নিল দল। ওই কেন্দ্রে প্রার্থী হলেন মোসারাফ হোসেন।