নিজস্ব প্রতিবেদন: রাজ্যে চলমান বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে নতুন দফার বিধিনিষেধে। যেমন- ২৫ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে বেসরকারি অফিস। একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন কোন ক্ষেত্রে ছাড়- 


২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সমস্ত সরকারি অফিস।    


সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে অফিস কর্তৃপক্ষকে। অ্যাপের মাধ্যমে পুলিসের কাছ থেকে নিতে হবে ই-পাস।


প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তবেই অনুমতি। 


বাজার-হাট, খুচরো দোকান খোলা থাকবে ৭টা থেকে ১১টা পর্যন্ত। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা রাখা যাবে।


রেস্তোরাঁ ও পানশালা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা। তবে ৫০ শতাংশ আসন রাখতে হবে।  


শপিংমলের ভিতরে খুচরো দোকানগুলি সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি। তবে ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। নির্দিষ্ট সময়ে ৩০ শতাংশের বেশি ক্রেতা ঢুকতে দেওয়া যাবে না।  


দর্শক ছাড়া স্টেডিয়াম ও স্পোর্টস ক্লাবে খেলাধুলো হতে পারে। 


৫০ জনকে নিয়ে আউটডোর ও ইনডোর শুটিং শুরু করা যাবে। তবে মানতে হবে কোভিডবিধি। মাস্ক ও টিকা বাধ্যতামূলক। 


অপরিবর্তিত থাকছে


স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে। 


বন্ধ থাকবে লোকাল ও মেট্রো ট্রেন, জলযান ও বাস পরিষেবা।


সাংস্কৃতিক, বিনোদন অনুষ্ঠানের জন্য ভিড় করা যাবে না। 


বন্ধ থাকছে বিউটিপার্লার, স্পা ও জিম। 


বিবাহ ও অন্য়ান্য সামাজিক অনুষ্ঠানে ৫০জনের বেশি অতিথিকে অনুমতি নয়। 


রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত যান চলাচল ও সমস্ত কিছু বন্ধ থাকবে। ছাড় অত্যবশ্যকীয় পরিষেবাকে। 


এ দিন মুখ্যমন্ত্রী জানান, কিছুটা ছাড় দেওয়া হয়েছে। একদম বন্ধ থাকার চেয়ে কয়েকটি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। ৯টা থেকে ৫টা পর্যন্ত সবকিছুই বন্ধ থাকবে। বাংলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২ কোটি মানুষকে টিকা দিয়েছি। সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।  


আরও পড়ুন- কারা কারা আসবেন তৃণমূলে? একান্ত বৈঠকে Abhishek-কে তালিকা Mukul-র