Amit Shah: কলকাতায় অমিত শাহের সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য!
আগামীকাল, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। `কোর্টে আবার কানমোলা দেবে, অসুবিধা কী আছে। একবার তো কানমোল খেয়েছে`, কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
অর্ণবাংশু নিয়োগী: কলকাতায় বিজেপি সভার ঘিরে ফের অনিশ্চয়তা! কেন? কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আগামীকাল, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: Uber Shuttle: কলকাতায় এবার চলবে উবর বাস, ঘোষণা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে...
ঘটনাটি ঠিক কী? প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল। সভা হয় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় সিএসইসি-র অফিস ভিক্টোরিয়া হাউসের সামনেই। সেই একই জায়গায় সভা করতে চায় বিজেপিও। শুধু তাই নয়, সেই সভায় উপস্থিত থাকতে পারেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পুলিস সভার অনুমতি দেয়নি বলে অভিযোগ। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।
সোমবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। পুলিসকে সভার অনুমতি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। আদালতের নির্দেশ, 'কী শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক। আবেদনের পর সিদ্ধান্ত নিতে দু'সপ্তাহ যথেষ্ট। বুধবারের মধ্য়ে সিদ্ধান্ত নিতে হবে'।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'পুলিস সেখানে বিজেপিকে সভা করার অনুমতি দিচ্ছে না, তার তো কোনও যুক্তি থাকতে হবে। যুক্তিটা কী? তৃণমূল করতে পারবে, বিজেপি,কংগ্রেস,সিপিএম করতে পারবে না! এটা হতে পারে কখনও? যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সেরকম কথা হচ্ছে। সেখানে ওনার পুলিস, সরকার এরকম নির্লজ্জতার কাজ করছে। ভাবতে অবাক লাগে গণতন্ত্রে'।
সুকান্তের আরও বক্তব্য, 'সভা হবে। ডিভিশন বেঞ্চে ওনারা যাচ্ছেন, আমরাও লড়ব ডিভিশন বেঞ্চে। কোর্টে আবার কানমোলা দেবে, অসুবিধা কী আছে। একবার তো কানমোল খেয়েছে। বিজেপি সেটিং বিরোধী নয়, বিজেপি বিরোধীর মতো বিরোধিতা করছে। আমরা সেদিন রাজ্য সরকারকে দেখাব, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে দেখাব, কতজন যোগ্যতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পায়নি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)