নিজস্ব প্রতিবেদন: IPS-দের ডেপুটেশন ইস্যুতে সংঘাত চরমে। রাজ্যের যে  ৩ IPS-কে নয়া পোস্টিং দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affiars), তাঁদের ছাড়া হবে না। সাফ জানিয়ে দিলেন পঞ্চায়েত ও গ্রামোয়ন্ননমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি বলেন, 'ক্ষমতার অপব্যহার করছে কেন্দ্র। ক্ষমতার এই অপব্যবহারের কাছে নতিস্বীকার করবে না রাজ্য। এই সিদ্ধান্ত অসাংবিধানিক, গ্রহণযোগ্য নয়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'আসল কারণ কী?', নারদা প্রসঙ্গ তুলে পোস্টারে কড়া আক্রমণ শুভেন্দুকে (Suvendu Adhikari)


রাজীব মিশ্র , প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডে। গত ১২ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কর্মসূচির দায়িত্বে ছিলেন রাজ্যের এই ৩ IPS অফিসার। কলকাতায় নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার পর কড়া পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। ওই তিনজন পুলিশ অফিসারকে কেন্দ্রের ডেপুটেশন ডেকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক  (Ministry of Home Affiars) । এই সিদ্ধান্তে আপত্তি তোলে রাজ্য। রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়, জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনার জোরদার তদন্ত করা হচ্ছে। রাজ্যে আইপিএস ও আইএএস অফিসারের সংখ্যা কম। তাই কেন্দ্র চাইলেও ওই ৩ অফিসারকে রিলিজ করা হবে না। নিয়ম অনুযায়ী, কোনও আইএএস বা আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে নিতে পারে কেন্দ্র। তবে সে ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার না চাইলে সাধারণভাবে ডেপুটেশনে তাদের নেওয়া হয় না। আবার স্বরাষ্ট্রমন্ত্রক চাইলে আপত্তি সত্বেও ওই ৩ অফিসারকে ছেড়ে দিতে হবে রাজ্যকে। ফলে এই নিয়ে ফের কেন্দ্র-রাজ্য় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।


আরও পড়ুন: 'বিধ্বংসী আধিপত্যবাদ চলেছে রাজ্যে, গণতন্ত্র নেই, বিরোধী দল হিসাবে বিজেপি আক্রান্ত', SHAMIK BHATTACHARYA


রাজ্যের আপত্তি আগ্রহ্য করেই বৃহস্পতিবার ৩ IPS-কে নয়া পোস্টিং দিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry Of Home Affairs)। রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে ITBP,আর প্রবীণ ত্রিপাঠীকে SSB-তে। ভোলানাথ পাণ্ডে-কে KBPRD-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, 'ভোটের মুখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে (Federal Structure) ভেঙে ফেলতে চাইছে কেন্দ্র। সংবিধানকে কলুষিত করা হচ্ছে। এতে পুলিশের মনোবল ভেঙে যাবে। রাজ্যের ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।' মন্ত্রীর হুঁশিয়ারি, 'কী আর করবে! রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে! আমরা স্বাগত জানাচ্ছি।'