ওয়েব ডেস্ক : চৈত্রের গরমেই নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। কার্যত টেকা দায়। এখনও কোনও স্বস্তির খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঝাড়খণ্ড থেকে ঢুকছে গরম হাওয়া। গতকাল দু-এক পশলা বৃষ্টি হলেও, তা কোনও কাজে আসেনি। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। ঘেমেনেয়ে কাহিল দশা। তারপর আবার, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বাড়তে পারে। কালবৈশাখী কিংবা ঝড়বৃষ্টির  সম্ভাবনা এখনই নেই।