করোনা আবহে আশার আলো, রাজ্যে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার Covishield
সোমবার থেকেই জেলায় জেলায় পৌঁছে যাবে টিকা।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র সপ্তাহ খানেকের। রাজ্যে চলে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার ৪১০ কোভিশিল্ড। এদিন সন্ধেয় কলকাতা বিমানবন্দরে পৌঁছল করোনার টিকা। সোমবার থেকে এই ভ্য়াকসিন জেলায় জেলায় পাঠানো হবে বলে জানা গিয়েছে।
দিন দিন বাড়ছে অতিমারির প্রকোপ। চারদিকে হাহাকার। মৃত্যু মিছিল লেগেই রয়েছে। বাড়ছে টিকা নিয়ে ভোগান্তি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুনের সেরাম ইনস্টিটিউট (serum institute of india) থেকে ইতিমধ্যেই টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। বুধবার সকালে পুণে থেকে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ ডোজ কোভিশিল্ড চলেও এসেছে রাজ্যে। এবার দ্বিতীয় দফায় ফের ভ্যাকসিন এল বাংলায়।
আরও পড়ুন: Covid হাসপাতালে ঢুকতে দিতে হবে! জলপাইগুড়িতে বিক্ষোভ রোগীর পরিজনদের
করোনা দ্বিতীয় ঢেউ-র দাপটে রাজ্যে এখন টিকার চাহিদা তুঙ্গে। কেন্দ্র যখন গণটিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে, তখন বাংলায় পুরোদমে ১৮-৪৪ টিকার দেওয়া শুরু হয়নি। কারণ, পর্যাপ্ত টিকার অভাব। স্বাস্থ্য দফতরের বক্তব্য, প্রস্তুতকারক সংস্থা যত দ্রুত টিকা সরবরাহ করবেন, তত তাড়াতাড়ি টিকাকরণও শুরু হবে। শনিবার পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ১ কোটি ৪২ লক্ষ ৬৩ হাজার ৯৫০ জন।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)