West Bengal TET Exam 2023: ফের প্রাথমিকে নিয়োগ, ১০ ডিসেম্বর চলতি বছরের টেট
প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বলেন, ``২০২২ সালে আমরা টেট পরীক্ষা নিয়েছিলাম, ২০২৩ সালে আমরা টেট নিতে যাচ্ছি, প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট ২০২৩ সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে রবিবার। ১২টা থেকে ৩টে পর্যন্ত টেট হবে।``
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের টেট পরীক্ষা ১০ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ঘোষণা করেছেন, ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু। ২০২২ সালে শেষ টেট পরীক্ষা হয়। ২০২৩ সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট হবে ১২টা থেকে ৩টে পর্যন্ত। গত বছরের মতোই বিধিনিষেধ থাকবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বলেন, ''২০২২ সালে আমরা টেট পরীক্ষা নিয়েছিলাম, ২০২৩ সালে আমরা টেট নিতে যাচ্ছি, প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট ২০২৩ সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে রবিবার। ১২টা থেকে ৩টে পর্যন্ত টেট হবে। গতবারে কিছু কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো সবটাই থাকবে। তল্লাশি, বায়োমেট্রিক, ক্যামেরা সারভিলেনস, সবটাই থাকবে।''
তিনি আরও জানান, ওয়েমার যে অ্যানসারসিট তার অরিজিনাল কপি বোর্ড নেবে। তবে ডুবলিকেট কপি এবং প্রশ্নপত্র, বুকলেট পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে যেতে পারবে। বুধবার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে। বৃহস্পতবিবার খবরের কাগজেও বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং টেটের নিবন্ধীকরণ বৃহস্পতিবার সন্ধ্যে ৭টার সময় শুরু হবে।এদিনের সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। তারপরই আমরা নিয়োগ করতে পারব।'
পর্ষদ সভাপতি জানিয়েছেন, বিএড যাঁরা করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এ বছর টেটে বসতে পারবেন না। কিন্তু ডিএলএড সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা চলতি বছর টেট দিতে পারবেন। গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও এ বছর ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন।