Bengal COVID-19 Curbs: লকডাউন নয়, কড়া কোভিড বিধির পথে হাঁটতে পারে বাংলা
সরকারি দফতরের এক উচ্চপদস্ত আধিকারিক জানিয়েছেন, দৈনিক আক্রান্ত বৃদ্ধি পেলেও তা মারাত্মক পরিস্থিতি তৈরি করেনি।
নিজস্ব প্রতিবেদন: দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা। শনিবার একলাফে এক হাজার বেড়েছে সংক্রমণ৷ পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের সংখ্যাও। এই আবহে শনিবারই ৩ জানুয়ারি থেকে একাধিক কর্মসূচি রাজ্যে বাতিল করেছে সরকার৷ মনে করা হচ্ছে, করোনা ভাইরাসকে রুখতে এবার কড়া কোভিড বিধির পথে হাঁটতে পারে রাজ্য। তবে লকডাউন হতে নাও পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
সরকারি দফতরের এক উচ্চপদস্ত আধিকারিক জানিয়েছেন, দৈনিক আক্রান্ত বৃদ্ধি পেলেও তা মারাত্মক পরিস্থিতি তৈরি করেনি। তিনি বলেন, "রাজ্যের হাসপাতালে রোগীর চাপ নেই। অক্সিজেন ঘাটতিও নেই। তাই সম্পূর্ণ বন্ধ না করে কোভিড বিধি জারি করে করে এই সংক্রমণ রুখতে চেষ্টা করবে সরকার।"
আরও পড়ুন, Covid-19: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৫১২, বেশিরভাগই কলকাতার
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সংক্রমণ বৃদ্ধি হলেও ৮০ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে রোগীরা উপসর্গহীন। ১৭ শতাংশ ক্ষেত্রে উপসর্গ দেখা যাচ্ছে তবে তা মৃদু। সেক্ষেত্রে তাদের বাড়িতে আইসোলেট রেখে চিকিৎসা করা হচ্ছে। ৩ শতাংশের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। মৃত্যু হারও অত্যন্ত কম৷
রাজ্য সরকারের দেওয়া হিসেব মতো শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৫১২ জন। একদিন আগেই এই সংখ্যাটি ছিল ৩,৪৫১। শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৩৯৮ জন। গত ২৭ ডিসেম্বর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র ঘরে ছিল। ফলে কীভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা এই হিসেব দেখলে বোঝা যায়। এনিয়ে রাজ্যে এখনওপর্যন্ত করোনা আক্রান্ত হলেন ১৬,৪২,৯৯৭ জন।
বছরের প্রথম দিনেই আক্রান্তের এমন সংখ্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের। রাজ্যে আবার কড়া করোনা বিধিনিষেধ ফিরতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। করোনা বিধিনিষেধ নিয়ে আগামী ৩ জানুয়ারি একটি বৈঠকে বসছে রাজ্য সরকার। তারপরই এনিয়ে সিদ্ধান্ত হবে।