ওয়েব ডেস্ক: নারী নির্যাতনে দিল্লি, হায়দরাবাদের পরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, কলকাতা শহরে প্রতি ৬ জন পিছু একজন তাদের স্বামীর দ্বারা অত্যাচারিত। ২০১৫ সালে দাম্পত্য লাঞ্ছনার সংখ্যা ৮৭৬। এর মধ্যে ১৫জনের পরিণতি মৃত্যু। ২০১৫ সালে দেশে দাম্পত্য নির্যাতনের সংখ্যা ২০,১৬৩।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!


কলকাতা পুলিসের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে দাম্পত্য হিংসা, নারী নির্যাতনের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। দাম্পত্য লাঞ্ছনার পরিসংখ্যানে শীর্ষে রয়েছে দেশের রাজধানী দিল্লি, দ্বিতীয় স্থানে হায়দরাবাদ। তৃতীয় স্থানে কলকাতা। মূলত নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যেই দাম্পত্য হিংসার আধিক্য বেশি। ২০১৫ সালে শহরে পুলিসের খাতায় 498 A অভিযোগের সংখ্যা ২০,১৬৯। পণপ্রথার বলিতেও দেশের প্রথম সারিতে নাম আছে পশ্চিমবঙ্গের।


আরও পড়ুন শহরের নামিদামি রেস্তোরাঁগুলিতে তৈরি টেলর মেড ভাইফোঁটা প্যাকেজ