ওয়েব ডেস্ক: রোজভ্যালিকাণ্ডে CBI জেরার মুখে তৃণমূলের লোকসভার দলনেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাংসদ প্রভাব খাটিয়ে রোজভ্যালিকে ব্যবসা বাড়ানোয় সাহায্য করেন সুদীপ। চিফফান্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় নজরদারি সংস্থার আতসকাচ থেকে  রোজভ্যালিকে আড়াল করতে সক্রিয় ছিলেন তিনি। দিল্লিতে নিজের ফ্ল্যাটে একাধিকবার গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেন। অভিযোগ, রোজভ্যালির সঙ্গে তাঁর মোটা টাকার লেনদেন হয়। বিভিন্ন সময়ে রোজভ্যালির গাড়িও সুদীপ ব্যবহার করেন বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন CBI দফতরে আসবেন, জানিয়েছিলেন ২৬ ডিসেম্বরেই, CGO কমপ্লেক্সে ঢোকার আগে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়


CBI-এর মুখোমুখি হয়ে এসব অভিযোগেরই উত্তর দিতে হবে তৃণমূল সাংসদকে। CBI সূত্রে খবর, DLF বিল্ডিংয়ে রোজভ্যালির গোপন চেম্বার থেকে উদ্ধার ক্যাশ ভাউচার, হার্ড ডিস্ক সহ গুরুত্বপূর্ণ নথি জেরার সময় দেখানো হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।


আরও পড়ুন চিটফাণ্ড কাণ্ডে দিলীপ ঘোষের বক্তব্য, সবে ফার্স্ট উইকেট পড়েছে, বাকি পুরো টিম