নিজস্ব প্রতিবেদন:  এবার থেকে শিয়ালদা কমপ্লেক্স চত্ত্বর নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিস। নতুন ভাবনা, নতুন পরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছে কলকাতা পুলিস। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিয়ালদা স্টেশন চত্ত্বর। ব্যস্ত সময়ে চলাফেরা করাই দায়। নাভিশ্বাস নিত্যযাত্রীদের। যানজট সহ একাধিক সমস্যা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই সমস্যা সমাধানের দায়িত্ব এল কলকাতা পুলিসের হাতে। জিআরপির তেমন লোকবল নেই বলেই দায়িত্বের হাতবদল। মনে করছেন পুলিসের একাংশ।


আরও পড়ুন: চিংড়িহাটায় ওলা ক্যাবের ভিতর উঁকি দিতেই চমকে উঠল পুলিস!


কি কি থাকছে নতুন পরিকল্পনায়?


হলুদ ট্যাক্সি,  অটো, অ্যাপ নির্ভর ক্যাবের জন্য থাকবে আলাদা লেন


নিত্যযাত্রী, সাধারণ মানুষকে নির্দিষ্ট লেন ধরেই চলাচল করতে হবে


বসানো হবে স্বয়ংক্রিয় গেট


ভিআইপি পার্কিংয়ের জন্য থাকে নির্দিষ্ট জায়গা


সবসময়ের জন্য মোতায়েন থাকবে পুলিস


আরও পড়ুন: মোবাইলে সেভ করুন এই নম্বর, ট্যাক্সি ‘না’ বললেই করুন ফোন!


মালপত্র নিয়ে যাওয়ার জন্য ভ্যান, ঠেলা গাড়ির জন্য আলাদা রাস্তা


নিত্যযাত্রীদের দাবি, এই ব্যবস্থায় অনেকটাই লাভবান হবেন তারা।


পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।