শিয়ালদহ স্টেশনে চালু হল ওয়াই ফাই, ব্যবহার করলেন?
শিয়ালদহ স্টেশন চালু হল ওয়াই ফাই। দিনের যে কোনও সময় যে কেও শিয়ালদহ প্ল্যাটফর্ম এলাকায় এই ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এর আগে হাওড়া স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে। এবার চালু হল শিয়ালদহ স্টেশনে প্রতিদিন শিয়ালদহ স্টেশনে লক্ষাধিক মানুষের যাতায়াত। যাত্রীদের সুবিধার জন্যই এই উদ্যোগ বলে দাবি রেলের। অনেক যাত্রীদের আজ ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে দেখা গেল। তবে অনেকে জানানে বলেও জানালেন।
ওয়েব ডেস্ক: শিয়ালদহ স্টেশন চালু হল ওয়াই ফাই। দিনের যে কোনও সময় যে কেও শিয়ালদহ প্ল্যাটফর্ম এলাকায় এই ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এর আগে হাওড়া স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে। এবার চালু হল শিয়ালদহ স্টেশনে প্রতিদিন শিয়ালদহ স্টেশনে লক্ষাধিক মানুষের যাতায়াত। যাত্রীদের সুবিধার জন্যই এই উদ্যোগ বলে দাবি রেলের। অনেক যাত্রীদের আজ ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে দেখা গেল। তবে অনেকে জানানে বলেও জানালেন।
যে দশটি রেল স্টেশনে পাওয়া যাচ্ছে এই ওয়াই ফাই পরিষেবা
মুম্বই সেন্ট্রাল, পুণে, ভুবনেশ্বর, ভোপাল, রাঁচি, রায়পুর, বিজয়ওয়াড়া, কাচেগুড়া, এরনাকুলাম (জং) , বিশখাপত্তনম।
মনে করা হচ্ছে অন্তত ১৫ লক্ষ মানুষ প্রত্যেকদিন এই পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন।