ঠান্ডার আমেজ থাকলেও শীত পড়তে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন
আবহাওয়া দফতরের মতে ঘূর্ণাবর্ত কেটে যাওয়ায় ঠান্ডা হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গে
নিজস্ব প্রতিবেদন: সকাল সন্ধেয় ঠান্ডা লাগছে বেশ। দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণাবর্ত ছিল তা কেটে যাওয়াতেই এই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীত পড়তে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-রথযাত্রার প্রশাসনিক অনুমতি সময়ের অপেক্ষা, হাসিমুখে বললেন দিলীপ
শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়ায়। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কবে? এটাই এখন বড় প্রশ্ন। আবহাওয়া দফতরের মতে ঘূর্ণাবর্ত কেটে যাওয়ায় ঠান্ডা হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গে। ফলে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা।
আরও পড়ুন-ফের ভূমিকম্প, কেঁপে উঠল ফিজি!
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাত্ শুক্রবার তা ২ ডিগ্রি কমেছে। এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে জাঁকিয়ে শীত পড়ে খুব একটা দেরি হবে না। তবে আবহাওয়া দফতর থেকে যেটা জানানো হয়েছে তা হল, ডিসেম্বর পর্যন্ত ধৈর্য হবে শীতের জন্য। অর্থাত্ নভেম্বরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।