জন্মদিনে মুখ্যমন্ত্রী থেকে অভিষেকের শুভেচ্ছা দেবাংশুকে! বার্তা দিলেন শতরূপও
দেবাংশু মানেই তৃণমূলের তরুণ ব্রিগেডে একটা সেনসেশন। কারণ, নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় ঝড় তোলা থেকে `খেলা হবে` স্লোগান, সব ক্ষেত্রেই বার বার সামনে উঠে এসেছে দেবাংশুর নাম। দলের এহেন একজন সেনসেশনের জন্মদিনে শুভেচ্ছাবার্তার যে ছড়াছড়ি হবে, সেটাই তো স্বাভাবিক।
নিজস্ব প্রতিবেদন: জন্মদিনটা সকাল থেকেই বেশ কাটছে তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের(Debangshu Bhattacharya)। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) থেকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), দলের প্রথম সারির নেতারা সকলেরই শুভেচ্ছা পেয়েছেন তিনি। এমনকি, বিজেপির কিছু নেতা-নেত্রীর থেকেও শুভেচ্ছা পেয়েছেন। তবে, এতকিছুর মধ্যেও দেবাংশু কিছু একটু আলাদা ভাবে কাটিয়েছেন এবারের জন্মদিনটা। এই বিশেষ দিনে আজ পরিবার, বন্ধুদের সঙ্গে হাজির ছিল ১৬ জন পথশিশু। তাদের নিয়েই কেক কেটে সময় কেটেছে এই তরুণ নেতার।
দেবাংশু মানেই তৃণমূলের তরুণ ব্রিগেডে একটা সেনসেশন। কারণ, নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় ঝড় তোলা থেকে 'খেলা হবে' স্লোগান, সব ক্ষেত্রেই বার বার সামনে উঠে এসেছে দেবাংশুর নাম। দলের এহেন একজন সেনসেশনের জন্মদিনে শুভেচ্ছাবার্তার যে ছড়াছড়ি হবে, সেটাই তো স্বাভাবিক।
জি ২৪ ঘণ্টার সঙ্গে এই স্পেশাল দিনটির কথা শেয়ার করতে গিয়ে দেবাংশু বলেন, আমি জন্মদিনে সাধারণ ভাবে পরিবারের সঙ্গেই কাটাই। সঙ্গে থাকে বন্ধুরা। আজও তাতে ব্যতিক্রণ ছিল না। শুধু তাতে যোগ হয়েছিল ওই ১৬ জন পথশিশু। তাদের নিয়ে মাস কয়েক আগেও দূর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দেবাংশু। ওই শিশুদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়ার কিছু ছবিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি।
তাঁর কথায়, "সকলেই উইশ করেছেন। দিদি (মুখ্যমন্ত্রী) মেসেজ করেছেন। অভিষেক'দা(অভিষেক বন্দ্যোপাধ্যায়), ডেরেক ও'ব্রায়ান থেকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। দিনটা সব মিলিয়ে ভালোই কাটছে।"
এদিকে টিভির পর্দায় যার সঙ্গে কার্যত অনক্যম আদায়-কাঁচকলায় সম্পর্ক, সেই সিপিএম নেতা শতরূপ ঘোষ(Satarup Ghosh) কী বললেন দেবাংশুর জন্মদিনে? জি ২৪ ঘণ্টাকে তিনি জানান, "অন্যান্য দিন রাজনৈতিক আলোচনায় বহু তর্ক হয় তার সঙ্গে। অনেক ক্ষেত্রে একে অপরের লেগপুলও করি যথেষ্ট। তবে, আজ তার জন্মদিন। তাই রাজনৈতিক তর্ক নয়, ভাল কাটুট তার দিনটি।"
আরও পড়ুন- Sovan Baisakhi Kashmir Trip: ভূস্বর্গে বরফে সপরিবারে 'খুনসুটি'তে মাতলেন শোভন-বৈশাখী