ওয়েব ডেস্ক: দমদম এয়ারপোর্ট লাগোয়া হোটেল থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্বাগতম হোটেলের ঘর থেকে উদ্ধার তরুণীর দেহ। গত পরশু ২ যুবকের সঙ্গে হোটেলে চেক ইন করেন তরুণী। এক যুবকের সঙ্গে হোটেলে ছিলেন তিনি। গতকাল সকাল থেকে একবারও রুমের দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। গতকাল বিকেলের পর দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। সঙ্গী ২ যুবকের খোঁজ নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন সুদীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের


হোটেলের রেজিস্টার অনুসারে তরুণীর নাম দুর্গা ভট্টাচার্য। ঠিকানা তারকেশ্বর। তাঁর সঙ্গে হোটেলে ছিলেন অনিল নামে এক যুবক। তবে এই তথ্যের সত্যতা নিয়ে সন্দেহে পুলিস। কারণ, মৃতা বা তাঁর সঙ্গীরা কেউই সচিত্র পরিচয়পত্র জমা দেননি। আজ ফরেনসিক বিশেষজ্ঞরা হোটেলে আসেন।


আরও পড়ুন নোট বাতিলের ২ মাস, মানুষের সর্বনাশ, মোদীবাবুদের মধুমাস বললেন মমতা