ওয়েব ডেস্ক: কমন মিটার থেকে বিদ্যুত চুরি করছেন প্রোমোটার। প্রতিবাদ করেন আবাসনেরই বাসিন্দা মালিয়া দেববর্মণ। শুধু এই অপরাধেই মেরে মহিলার হাত ভেঙে দিল প্রোমোটার ও তার শাগরেদ। গড়িয়া ক্যানাল সাইড রোডের ঘটনা। মালিয়ার অভিযোগ, সোনারপুর থানায় অভিযোগ জানালেনও কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিস। ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাড়িতে নয়, রক্ত প্যাথলজিক্যাল ল্যাবে গিয়ে দেওয়াই ভাল


আবাসনেরই কমন মিটার থেকে বিদ্যুত্‍ নিয়ে ব্যবহার করছিলেন প্রোমটার রাজীব দাস। বিল বেশি আসায় প্রতিবাদ করেন মালিয়া। তারপরই শাগরেদ কিংশুককে নিয়ে মালিয়ার ওপর চড়াও হন রাজীববাবু। মেরে হাত ভেঙে দেওয়া হয় মালিয়ার। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন মালিয়া। কিন্তু, পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। চরম আতঙ্কে মালিয়া ও তার পরিবার।  


আরও পড়ুন  নিজের অফিসেই ইমেল হ্যাক মহিলার