নিজস্ব প্রতিবেদন: চোখের সামনে নিজের ভিটেমাটি ধ্বংস হয়ে যেতে দেখেছিলেন তিনি। সহ্য করতে পারেননি। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। মঙ্গলবার রাতে বউবাজারের ২/১/এ স্যাকরা পাড়া লেনের বছর সাতাশির অঞ্জলি মল্লিকের মৃত্যু হয়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছে KMRCL।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। মেট্রোর তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল বাড়ি খালি করতে। স্বামীর ভিটেমাটি ছেড়ে যেতে রাজি ছিলেন না অঞ্জলি মল্লিক। কিন্তু মেয়েদের চাপে পড়েই কার্যত বাড়ি ছেড়ে ওঠেন কুইন হোটেলের ১০৩ নম্বর রুমে। গত ৪ সেপ্টেম্বর শেষবারের নিজের বাড়ি দেখতে আসেন।


নারদা ভয়েস রেকর্ড: সিবিআই দফতরে হাজিরা শোভনের, সঙ্গে ছিলেন বৈশাখীও


বাড়ি ভাঙার দৃশ্য সহ্য করতে পারেননি তিনি। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। KMRCL-এর পক্ষ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেদিনই হাসপাতালে ভর্তি করাতে রাজি ছিলেন না বৃদ্ধার মেয়েরা। তাঁকে পরেরদিন জিডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার সব খরচ KMRCL দেবে বলে জানিয়ে দিয়েছে। বৃদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী, এদিন তাঁর দেহ বউবাজারের সেই বাড়ির ধ্বংসস্তূপের সামনেই আনা হয়।