নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের অশুভ শক্তি কি বিজেপি? মহালয়ার দিন একযোগে সব নেতা মন্ত্রী সামনের লড়াইয়ে অশুভ শক্তি নাশের কামনা করলেন। এবং তাঁদের এহেন ‘প্রার্থনায়’ কিছুটা হলেও  অন্য ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরু করলেন অভিষেক বন্দোপাধ্যায়। মহালয়ার দিন মানুষকে একদিকে যেরকম করোনা সতর্ক করলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি রাখলেন, ঠিক তেমনি সামনের রাজনৈতিক লড়াইয়ে যে অশুভ শক্তির নাশ হবে তারও ইঙ্গিত দিলেন তিনি ।


অন্যদিকে তৃণমূলের অন্য নেতা মন্ত্রীরা ও এক সুরে অশুভ শক্তি অর্থাত্ বিজেপির নাশের কথাই বললেন আজ ।


মহালয়ার শারদীয়া আনন্দ বজায় রেখেই এবার করোনা আবহে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের পাঠ খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এদিন নেত্রী থেকে শুরু করে দলের অনান্য নেতারাও রাজ্যবাসীর কাছে একই আবেদন রাখলেন। অশুভ শক্তি যে বিজেপি তাও বারবার বললেন তারা ।


অরূপ বিশ্বাস বললেন, “ধর্মের নামে যারা রাজনীতি করে তারা অশুভ শক্তি। সেই শক্তির নাশ হবেই ।"


এক সুরে ববি হাকিমও বলেন, “যে শক্তি ভেদাভেদ করে সেই শক্তি অশুভ। বিধানসভা নির্বাচনে সেই শক্তির নাশ হবেই।"