নিজস্ব প্রতিবেদন: ''প্রধানমন্ত্রী যদি বলেন আমার পা ধরো বাংলার মানুষদের সহযোগিতা করব। তাও আমি করতে রাজি। কিন্তু আমাকে অপমানিত করবেন না।'' নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল যেভাবে তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ করা হয়েছে, তাও সঠিক নয় বলে দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,''বাংলাকে বদনাম করবেন না। একতরফা খবর ছড়াচ্ছে প্রধানমন্ত্রীর অফিস।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


শুক্রবার কলাইকুণ্ডায় ইয়াস পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিঘায় পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় ওই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধেয় একের পর এক টুইটে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবমাননার অভিযোগ করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। ওই প্রসঙ্গে এ দিন মমতা (Mamata Banerjee) বলেন, ''অত্যন্ত দুঃখ লেগেছে, একতরফাভাবে আমাকে অপমানিত করা হল। প্রধানমন্ত্রীর দফতর থেকে খবর খাওয়ানো হয়। তার পর তোতাপাখির বুলির মতো একই কথা বলে চলেন মন্ত্রীরা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে বাড়িঘর, রাস্তা নির্মাণ করা যায় সে নিয়ে ভাবছি আমরা। আর ওঁরা তখন আমরা কতটা খারাপ সেটা প্রমাণে ব্যস্ত।''


 


এরপরই করজোড়ে মমতা (Mamata Banerjee) বলেন,''নমস্কার করে প্রধানমন্ত্রীকে বলব আমার উপরে কোনও রাগ থাকলে আপনার দুটো পা ধরলে যদি খুশি হন, কোনও সমস্যা নেই। বাংলার জন্য আমি তাও করতে পারি। মানুষই আমার অগ্রাধিকার। দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। মুখ্যসচিবের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাস্তায় নেমেছে। প্রতিহিংসা শেষ হোক। চিঠি প্রত্যাহার করুন। ঘূর্ণিঝড় ও কোভিড নিয়ে কাজ করতে দিন মুখ্য়সচিবকে।''


বিজেপি হার হজম করতে পারছে না বলেই তাঁর সরকারকে বিরক্ত করছে বলে দাবি করেন মমতা (Mamata Banerjee)। বলেন,''প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সম্মান করি। আপনারা হার হজম করতে পারছেন না। প্রথম দিন থেকে সংঘাতে জড়াচ্ছেন। আপনি খালি আমাকে বিব্রত করছেন না, মুখ্যসচিবকেও করছেন। কেন আপনি এই ধরনের ব্যবহার করছেন? আমরা বিশাল জয় পেয়েছি বলে! জনাদেশ স্বীকার করে নিন।''   


আরও পড়ুন- নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন বলে বিরোধী দলনেতাকে মর্যাদা দিতে পারছেন না: Suvendu