অয়ন ঘোষাল: হলুদ ট্যাক্সিতে ই-বিপ্লব। বেসরকারি অ্যাপ ক্যাবের সঙ্গে টক্কর দিতে চালু হয়ে গেল সরকারি যাত্রী সাথী। অ্যাপের মাধ্যমেই ট্যাক্সি বুকিং। পনেরই অগাস্টের মধ্যে পরিষেবায় হাজার হলুদ ট্যাক্সি। আপাতত পরীক্ষামুলকভাবে ৪৬১ টি ট্যাক্সিতে চালু হবে এই অ্যাপ। ১৫ই অগাস্টের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ১০০০। পুজোর আগেই অতীত হচ্ছে হাত দেখিয়ে হলুদ ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে ভাড়া নিয়ে দরদস্তুর করে গন্তব্যে যাওয়ার পালা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Humayun Kabir: 'মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ১ হাজার দেওয়া যায় কি'?


রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপ শহর কলকাতার হেরিটেজ ট্যাক্সিতে এক ই-বিপ্লব। অফলাইনের দৌড় শেষ। এবার ওলা, উবারকে টক্কর দিতে ময়দানে এসে গেল ‘সরকারি’ যাত্রী সাথী। এখন থেকে আর শহরের বুকে হাত তুললেই দাঁড়াবে না হলুদ ট্যাক্সি । চোখ রাখতে হবে স্মার্টফোনের স্ক্রিনে। খুলতে হবে ‘যাত্রী সাথী’। সেখানেই দেখাবে ভাড়া। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে হলুদ ট্যাক্সি। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর-সহ একাধিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই YATRI SATHI APP.


ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া, শিয়ালদহ, দমদম বিমানবন্দর, কলকাতা টার্মিনাস এবং বিধাননগর রোড স্টেশনের প্রি পেইড ট্যাক্সি বুথ। শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে আগত যাত্রীদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করিয়ে দিচ্ছেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। খুশি যাত্রীরাও। শহরে দৈনিক হলুদ ও নীল সাদা ট্যাক্সি মিলিয়ে গাড়ির সংখ্যা ৬৫০০। এদিন থেকেই তার মধ্যে ৪৬১ পরিণত হয়েছে স্মার্ট ক্যাবে। 


পুজোর আগেই পুরোদস্তুর এই আওতায় সব ট্যাক্সিকে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক অসীম বসুর। তাঁর দাবি, আম-আদমি ও ট্যাক্সি মালিক-চালকদের সুরক্ষার জন্য এই অ্যাপ চালু করেছে সরকার। দিনের শেষে সকলেই লাভবান হবেন। 


 



আরও পড়ুন, Howrah Station: হাওড়া স্টেশনে অনলাইনে হলুদ ট্যাক্সি পরিষেবা, চালু সরকারি অ্যাপ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)