নিজস্ব প্রতিবেদন:  পুলিস আবাসনের ছাদে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য টালিগঞ্জ পুলিস আবাসনে। মৃতের নাম বাপি দে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, বাইশ বছরের বাপি চারুমার্কেট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে ছাদে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। শব্দের উত্স খুঁজতে তাঁরা ছাদে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে এক যুবক কাতরাচ্ছে।


দেখ কেমন লাগে! বৈশাখীকে নিয়ে নাজেহাল বিজেপির দশা দেখে উল্লসিত তৃণমূল


তড়িঘড়ি তাঁরা যাদবপুর থানায় খবর দেন। রক্তাক্ত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিত্সকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।



বাপি নামে এই যুবককে আবাসনের কোনও বাসিন্দাই তেমনভাবে চেনেন না বলে তদন্ত জানতে পেরেছে পুলিস। তবে প্রশ্ন উঠছে, চারুমার্কেট এলাকার বাসিন্দা কীভাবে টালিগঞ্জের পুলিস আবাসনে এসে পৌঁছলেন।


বাপির শরীরের আঘাতের চিহ্ন ছিল, কীভাবে তা হল, তা নিয়েও রহস্য দানা বাঁধছে। ওত রাতে পুলিস আবাসনের ছাদে কীভাবে পৌঁছল বাপি, কারণ ছাদের দরজা বন্ধ থাকে। এক্ষেত্রে আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।